লক্ষ্মীপুর এলাকার গ্রাহকদের ডিজিটাল টেলিফোন ও ইন্টারনেট সেবা দিয়ে প্রদান করে আসছে। ইন্টারনেট সেবার ক্ষেত্রে সাধারন গ্রাহকদের ডায়াল আপ ও এডিএসএল মাধ্যমে ব্রডব্যান্ড সেবা প্রদান করা হয়ে থাকে। এছাড়া কর্পোরেট গ্রাহকদের জন্য অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট ও ডাটা সার্ভিস দেয়ার ব্যবস্থা আছে।
সরকারের ২০২১ সাল কিংবা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পূর্বশর্ত হলো দেশের সকল মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়া। অফিস গুলোকে ডিজিটালাইজেশন করা। আর এই কার্যক্রম দ্রুত বাস্তবায়ন জন্য বিটিসিএল কাজ করছে। সারা বাংলাদেশে গ্রাম পর্যায় পর্যন্ত আধুনিক টেলিযোগাযোগ অবকাঠামো বি¯তারের মাধ্যমে বিটিসিএল-কে দেশের টেলিযোগাযোগ অবকাঠামো বিনির্মাণে নেতৃত্বের আসনে বহাল ও গতিশীল রাখা এবং বিটিসিএল-কে আধুনিক টেলিযোগাযোগ সেবাদানকারী একটি দক্ষ প্রতিষ্ঠানরূপে গড়ে তোলা। প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সন্নিবেশ ঘটিয়ে সাশ্রয়ী ও মানসম্পন্ন টেলিযোগাযোগ সেবা প্রদান। দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোর-গোড়ায় আধুনিক তথ্য-প্রযুক্তি সেবা প্রদানের জন্য টেলিযোগাযোগ নেটওয়ার্ক-এর সম্প্রসারণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস